কলমে: মোঃ আব্দুল রহমান
জানো? আমি হৃদয় দিয়ে ভালোবেসেছি বলেই তুমি ঘৃণা এত সুন্দরভাবে উপহারটা দিলে,
আমি নিশীথ রাতে জেগে জেগে তোমায় চেয়েছি বলেই, অবহেলার ছোঁয়ায় আজ ঠেলে দিলে।
তবে জেনে রেখো, ভালোবাসার মাঝেই ভালোবাসার ছোঁয়া বাসা বাঁধে, অনন্ত রঙিন স্বপ্ন দেখে, হৃদয়ে নতুন বাসনা জাগে,
আবার সে মেঘলা আকাশে ডানা মেলে।
আমি এতোটা ভালো না বাসলে তুমি ঘৃণা করতে পারতে কি? আমার হৃদয়ে তোমার সুন্দর অপরূপ ছবিটি না আঁকলে, তুমি দূরে ঠেলে দিতে পারতে কি? না! কখনোই না!
তোমার হৃদয় ঘৃণায় পরিপূর্ণ, আমারটা ভালোবাসায়!
তোমার জীবন স্বপ্নহীন অহংকার, অনূভুতিহীন পরশ পাথর, আমারটা রঙিন ইচ্ছায়!
তুমিও জেনে রেখো, যেদিন আমার ঘৃণার ছোঁয়া তোমার হৃদয়ে পড়বে, যেদিন আমার অবজ্ঞায় ভাসিয়ে যাবে তোমার মন মোহনায়,
সেদিন বুঝবে তুমি, খুলবে তোমার ঐ অন্ধ দুনয়ন, একদিন ডুবে যাবে তোমার মনের তরী প্রেমহীন ক্ষমাহীন দরিয়ায়!
তুমি হবে ঝরা তারা ঐ আকাশের,
বুকচেরা পথিকের ন্যায়,
ফিরবে অনন্ত দেশে দেশে, ভবের বেশে,
জিজ্ঞেস করতে ভালোবাসা কারে কয়?
সেদিন শূন্য হাতে ফিরতে হবে তোমায়, আজীবন রইবে তখন তারই অপেক্ষায়, এটাই সত্যি !
ইশ, মহান ভালোবাসাকে অবহেলার দায়!