কলমে:- দেবিকা রানী হালদার।
আমি আজীবনের তরে ভুলতে চাই তোমায়
রাখতে চাই না স্মৃতি জীবনের সাদা খাতায়,
আমার জীবন তৃষিত দীগন্তে উদয় এক অংশুমালী
আমার হৃদয় মরু শুষ্ক বালু রাশি, প্রিয়া হীন খালি!
নির্ঘুম কাটে রাত অথচ বৃষ্টি হয়ে কবিতা ঝরছে বর্ণে
তোমার স্মৃতি একদিন বেঁধেছিলাম হৃদয় ফ্রেমে, স্বর্নে!
যে ওয়াদা তুমি ভাঙলে, করেছিলে জীবন প্রভাতে
চিনলাম এক পাষন্ড পুষ্প কানন তছনছ করা মদমত্ত হস্তী সে রাতে!
হারিয়ে গেছে সে হৃদয় আকর্ষণ, আসবে না ফিরে
সারাজীবন কত কল্পনা ছিলো তোমায় ঘিরে,
তুমি ছিলে জীবন গানের স্বরলিপি, কোকিলের বুলি
তোমায় হৃদয় মসনদে রেখে ছিলাম যত্ন করে তুলি!
তুমি ভন্ড প্রতারক বহুগামী একজন
বড় ভুল ছিলো জীবনে, তোমায় দিয়ে মন,
ঘরের বের করেছো আমায় মিথ্যা বলে
হাতিয়ে নিয়েছো অর্থবিত্ত ছলে বলে কৌশলে!
এমনি শত নারী দূর্বিষহ জীবন বয়
তোমাদের মত নরপিশাচ সব যুগে জন্মায়
শত নারীর কিচার ঘাটা তোমাদের স্বভাব
যদি-ও নিজ ঘরে সহধর্মিণী রূপ গুনের নাই কোন অভাব!
সারমর্ম:- কবিতাটা থট থিম একজন বিদগ্ধ ভঙ্গ হৃদয় নারীর যে ভালো বাসার মানুষ দ্বারা প্রবঞ্চিত প্রতারিত!