কলমে:- দেবিকা রানী হালদার।
তুমি মানুষ নামের প্রবঁচন এক ভুল
জানতাম না তুমি রঙ মাখা এক ফুল,
স্তোক বাক্যে করলে হৃদয় জয়
জানতাম না তুমি ছিলে, এত বড় নির্দয়!
স্তোক বাক্যে মন হরাতে, ফেললাম ভালবেসে
মনটা নিলে কপট হাসি হেসে!
ভুল করেছি চুমরান আদর পেয়ে
হেমলক শারাব দ্রাক্ষা রসে খেয়ে!
ভুল করেছি আসল নকল চিনতে
সোনা ভেবে পিতল গেছি কিনতে,
ভুল করেছি খুঁজতে আসল মন
কেন বিধি মিলা লেন অন্বর্থ একজন?