কলমে: আব্দুর রশিদ
ভেঙে পড়োনা হে যুবক তুমি সামান্য আঘাতে
ভাঙ্গা গড়ার মধ্য দিয়েই হবে জীবনকে সাজাতে।
মায়ের গর্ভে ছিলে যখন তুমি এক বিন্দু ভ্রুন হয়ে
লক্ষ ভ্রুনকে পিছনে ফেলে গিয়েছিলে এগিয়ে।
সর্বশক্তি প্রয়োগ করে যখন আসলে দুনিয়াতে
একাই পাড়ি দিয়েছিলে পথ কেউ ছিলোনা সাথে।
এখন তোমার আশে পাশে দেখো কত আপনজন
কাওকে আবার কাছে পাবে না হলে প্রয়োজন।
তোমার জীবন শুধু তোমার কারো সাথে তুলনা নয়
চলার পথে সমস্যা আসবেই করবেনা কখনো ভয়।
তুমি পারবে একাই পারবে, এগিয়ে যাও সেই লক্ষ্যে
সফলতা ছিনিয়ে আনতেই হবে সাহস রাখো বক্ষে।
সমাজ, দেশ, সারাবিশ্ব আছে তোমার দিকে চেয়ে
জীবনটাকে নষ্ট করোনা ছলনাময়ীর আঘাত পেয়ে।
ঠুনকো আঘাতে নেশার জগতে রেখোনা তুমি পা
নেশাখোররা হার মেনেছে জীবনে তারা সমাজের ঘাঁ।
নিন্দুকেরা তো বলতেই পারে কিছু হবেনা তোর দ্বারা
হাল ছেড়োনা মনেরেখো সেখানে ব্যার্থ ছিলো তারা।
সৃষ্টিকর্তা দিয়েছেন সুন্দর দেহ আরো দিয়েছেন মেধা
বিপদে আপদে ধৈর্য ধরে অতিক্রম করো সব বাধা।