কামরুন নেসা লাভলী
নির্ঘুম দু টি চোখের পাতায় ভুর করেছিল
কাব্যের লিরিক
কালিদাস রবীন্দ্র, নজরুল, জীবনানন্দ ,
লালন তত্ত্ব অথবা আর ও অতীতের ভীরে
কিংবা ধাবমান বর্তমান।
কাব্যের পথে চলতে চলতে কখন হারাই নিজেকে হটাৎ !হোঁচোট খাই ফিরে আসি আবার —-
নিয়ম অনিয়ম করতে করতে
ভাঙা গড়ার বেড়াজালে
কখন আটকে যা-ই
আবার ছুটে চলি কখন ও খুঁজি
শান্তনার ছোঁয়া আবার
কোলাহলে নির্ণীত হই অশান্ত
বেদনার আকাশ নীলে
জমে থাকা অলকা মেঘের চিন্হ
ভেদ করে বুকে সমীচীন আশা
নব সৃষ্টির আকাঙ্ক্ষাঁয়!
খুঁজে ফিরি ভ্রুনের সন্ধানে
হতে চায় মন সবুজ অরণ্য
পেতে চায় সমুদ্রের ঠিকানা
নীড়ে বাঁধা স্বপ্ন আসে
বুদবুদ ক্লান্তিতে নির্মল দুটি
চোখের পাতায় নামে ঘুম
গভীর ঘুম।।