কলমে : এম এ লতিফ
মনটা আমার ভাঙা নদী
কি করে বলো
নদীর পাড়ে বাঁধি ঘর,
আসলে ঝড় আসলে তুফান
বুকটা কাপে থরথর,
তবু আমি মনের জোরে
বাঁধলাম আমি নদীর তীরে ভাঙা ঘর,
সোনা মণি সবাইকে বলি থাকিস পাশে
করিসনে কভু আমায় পর।
কে আসবি তুই চুপিসারে
আমার মনে ভাঙা নীড়ে
করবো না তোকে কভু পর,
তোকে নিয়েই বাঁধবো বাসা
গড়বো সুন্দর সুখের ঘর!
মনটা আমার ভাঙা নদী
ধু ধু করে বালুচর
তবু আমি ভাঙা মনে ভাঙা নদে
গড়তে চাই সুখের ঘর,
সুখগুলো যে পালিয়ে বেড়ায়
সবাই আমায় করে পর।