কলমেঃ পূজা গুপ্তা
তুমি ভাবলে জিতলে তুমি,
আমি দেখলাম পেয়ে সব হারালে..
তুমি ভাবলে ক্ষণিকের মায়া..
আমি দেখলাম হীরে চিনতে কাঁচ পায়ে ফোঁটালে..
তুমি ভাবলে যা গেছে তা যাক,
আমি দেখলাম তুমি বিবেক কে ঘুম পাড়ালে..
তুমি ভাবলে এইতো সব আছে,
আমি দেখলাম তুমি আপন কে দূর করলে..
তুমি ভাবলে প্রয়োজন তো নিষ্প্রয়োজন,
আমি দেখলাম তুমি মানুষ চিনতে ভুল করলে..
তুমি ভাবলে থাকা না থাকা সমান..
আমি দেখলাম তুমি ভিড়ের মাঝে,
আজও একাই রয়ে গেলে..
তুমি ভাবলে হারাওনি তুমি কিছুই..
আমি দেখলাম পাওয়ার ঝুলি থেকে,
শর্তহীন এক ভালোবাসার
আরও একটা পালক ঝরালে..
তুমি ভাবলে আমায় ছোট করলে,
আমি দেখলাম কাউকে ছোট করে বড়ো হয়না কেউ..
বরং নিজের চোখে মনুষ্যত্বে জং ধরালে শেষে..