কলমে: সাকিব স্বপন
অবাক আলোর ন্যায়
পুলকিত আমি
হেতায় করিনা ব্যয়।
যতটা কঠিন পথ
প্রহেলিকার ন্যায় দিয়েছি পাড়ি
জানিনা কবে ফিরবো বাড়ি।
অসমান মনের গহীনে
স্ফুলিঙ্গ হয়ে ভাসমান তীরে
হারিয়ে গেলাম স্পর্শের ভীড়ে
প্রবাহমান ছন্দের পিষ্টতা
কেড়ে নিয়েছে সবার আকৃষ্টতা।
সেথায় আসিব যেদিন ফিরে
জানিনা সুরের মূর্ছনায় আসবো কি নীড়ে,
এভাবেই কেটে যাবে অজস্র বিলীন পথ
পাহাড়ের সুউচ্চ ঝর্ণার রথ
আদি জাত চিন্তার দরজায় তরঙ্গ
পাহাড় বেয়ে বেরুবে সুরঙ্গ।
শেষ সময়ে জীবন যখন নিরুপায়
খোদার মনোঙ্গ পাবার ভীরুতায়
হতে হবে সৃষ্টিকারীর আরাধনার সুতিকার।