কলমে: মোঃ আব্দুল রহমান
আকাশটা অনেক বড়, কিন্তু ভারী বিবর্ণ;
বিচিত্র মানুষের চলাফেরা সেই আকাশে,
আকাশটা কখনো মেঘলা, কখনো আলো;
প্রিয় মানুষের রঙে আঁকা ছবিই ভাসে!
সাঁঝের বেলা সোনালী জোছনা মেখে সে হাসে,
আড় চোখে কাজলের ফাঁকে ইশারায় ডাকে,
নিশ্চুপে, নীরবে কত কথায় না তার বলার থাকে,
আমার হৃদয় বারেবারে তারই আঙিনায় লাজুকতা ঢাকে।
হঠাৎ আকাশে উঠল কালো মেঘ;
গুরু গম্ভীর আওয়াজ, বিদ্যুতের ঝলকানি,
কালবৈশাখী এলো নেমে, মনের আকাশ হল ছিন্নভিন্ন!
তছনছ হয়ে গেল সব, হৃদয় নোনা জলে পরিপূর্ণ!
পূর্ণতা পেল না আর সেই আকাশের বিরহ;
রঙিন আকাশ হল ফ্যাকাশে, বিবর্ণ!
দীপ্ত রবির আশায় মেলে দুনয়ন আবার,
পাবে কি ফিরে প্রিয় বন্ধুর ভালোবাসা বরাবর?
না! আকাশ এখন ঘোর অন্ধকার,
নেই আলো, নেই স্নিগ্ধতা, নেই মৃদু কোলাহল,
যেন কোমল স্পর্শ, নেই আশা, নেই ভালোবাসা!
কেবল মরুভূমি প্রান্তর, আলেয়ার আলোর প্রত্যাশা!
ইয়ানূর! নূরানী চেহরায় পূর্ণ ছিল মনের আকাশ,
ইয়ানূর! আজ অন্ধকারে ঢেকে গেল শত স্বপ্ন,
ইয়ানূর! হলনা লেখা তাতে ভালোবাসার কাব্য – প্রকাশ!
ইয়ানূর! আর একবার তোমার নূরের বাতিতে জ্বালাও এ মনের আকাশ!