কবি: জাহিদুল ইসলাম মুন্সি
শরতের আকাশটাও আজ সেজেছে কালো মেঘে।
সকাল থেকে সারাদিন বৃষ্টি
ঝরছে থেমে থেমে।
নির্জন পথে ছাতা মাথায়
আমি কেবল চলেছি একহাটু কাদায়।
কোনো এক শরতের বিকেলে শেষবারের মত বিদায় বলেছিলে।
সেই আঘাতের স্মৃতি চিহ্ন রয়ে গেছে মনে।
শরত এলেই বৃষ্টি ভেজা দিনে আজো খুজি তোমায় কাশবনে।
ভুলে গেছি হয়তো সময়ের টানে।
জীবন সংগ্রামের বদলে গেছে ভালবাসার মানে।
তবুও সন্ধ্যার ঘুটঘুটে আঁধারে
খুজে ফিরি বারে বারে।
আকাশের জল হয়তো একটু পরেই থেমে যাবে,
মেঘ গুলোও হয়ত উড়ে যাবে অশান্ত বাতাসে।
শুধু মনের এককোনের মায়াবী ব্যাথায় জল এসে জমে রবে চোখের কোণে।
কত শরত এল
কত শরত গেলো,
সে আর নাহি ফিরে এলো।