কলমে: সঞ্জয় সরকার, পশ্চিমবঙ্গ, কলিকাতা, ভারত
পুজোতে সবাই আনন্দে ভাসছে
প্রতিমা দর্শন করছে
এক সন্তান হারা মাতা-পিতা
ধর্ণা দিতে বসেছে।
মাতা পিতার কোল খালি
নির্যাতনের ফলে
কর্মক্ষেত্রে বিভীষিকা
এটাই কি চলে?
তিলোত্তমা তোমার স্মরণে
মূর্তি তৈরি করা হলো
আন্দোলন থেকে অনশন
কি আর বাদ গেলো?
ন্যায্য বিচার পাবে কবে
অপেক্ষায় আমরা আছি
শেষ পর্যন্ত বিচার হবেতো
অশান্ত মনে ভাবছি।
আইনের কাছে প্রমাণ ছাড়া
শাস্তি পাবার নয়
আদৌ সব প্রমাণ আছেতো
মনে হচ্ছে ভয়।
মা এলেন চলেও যাবে
উৎসব হবে শেষ
তিলোত্তমা বিচার পাক
চাইছে সারা দেশ।