মেঘ ফেটে পড়ে মেঘের রাজ্য থেকে
গতকাল হতে ঝড়ো হাওয়া বয় বেগে
ছাদের উপর কেন ঘুরাঘুরি করো?
আমি ভেবে মরি না পাওয়ার উদ্বেগে।
ঘুরেফিরে তুমি কি দেখছ চারিদিক
মেঘেরা যেন তোমার মাথার পর
ময়ূরের মত কলাপ দিয়েছে মেলে
বর্ষা ঝরেছে দিনে রাতে ঝর ঝর।
চেয়ে দেখো দুরে মেঘেদের ঘূর্ণি
দানবের মতো রোষে হুংকার ছাড়ে
প্রবল হাওয়ায় উড়িতেছে গাছপালা
মাতাল হাওয়া দমকে দমকে বাড়ে।