কলমে: এম, আলমগীর হোসেন
মানুষ গড়ার কারখানাতে
আমরা লড়ে যাই,
বুকে কষ্ট মুখে হাসি
আলোর দীপ জ্বালাই।
আমরা গড়ছি বীর প্রজন্ম
মুগ্ধ সাঈদের মত,
অন্যায় জুলুম অবিচারে
হয় না যারা নত।
আমরা গড়ছি নব বিশ্বের
এমন দক্ষ ছেলে,
বাঁধার পাহাড় দুপায় দলে
সামনে যারা চলে।
মানুষ গড়ার কারখানাতে
দীপ্ত অঙ্গীকারে,
টেকসই শান্তির আওয়াজ তুলি
শিক্ষক কণ্ঠস্বরে।
রক্তে পাওয়া বৈষম্যহীন
নতুন বাংলাদেশে,
এসো হে ভাই আমরা সবাই
থাকি মিলেমিশে।