মোঃ আজহারুল ইসলাম অপুর্ব
কেউ কি আমার ছেলেকে দেখেছো?
ছেলেটা তো কোটা আন্দোলনে গিয়েছিলো,
এখনো বাড়ি ফিরে আসেনি কেন সে?
যদি কেউ তাকে দেখে, বলবে, মা তার জন্য অপেক্ষা করছে।
মা আজও বসে আছে, চোখে জল নিয়ে,
দিনের আলো থেকে রাতের আঁধারে,
বুকের ভিতরে কষ্টের এক সুরে,
শত মায়ের কোল আজ ফাঁকা।
কোটা আন্দোলনের ভয়াবহ দিনের চিত্র,
মায়ের চোখে স্বপ্নগুলো ঝরেছে অশ্রু হয়ে।
অনেকের পুত্র ফিরে আসেনি,
মায়ের বুকের গভীরে অন্ধকার ছড়িয়ে গেছে।
ওই আন্দোলনের যুদ্ধের ধ্বংসস্তুপ,
মায়ের কষ্টের কাহিনী যেনো বারবার।
একটি পুত্রের আশা, সঙ্গী,
হাজার মায়ের বুক খালি হয়ে যায়।
মা বলে, সারা রাত কাঁদবো, কাদতে কাদতে সকাল হবে,
যতক্ষণ না আমার পুত্র ফিরে আসে।
প্রত্যেক মুহূর্তে, প্রতিটি দিন,
মা কাঁদবে, অপেক্ষায় থাকবে, শূন্যতায় ডুবে।
কোটা আন্দোলনের পর, শত শত কোল হারিয়েছে,
মায়ের বুকের শূন্যতা, অশ্রু হয়ে ঝরছে।
একটি নিখোঁজ পুত্র,
মায়ের হৃদয়ে অন্ধকার রাতের প্রহর নামিয়েছে।
মায়ের কাকতির আর্তনাদ,
যত দিন না ফিরবে পুত্র,
তত দিন মা কাঁদবে, কান্নায় থাকবে,
মায়ের বুকের কষ্টের শেষ নেই কোন শেষ।