মা আমার নয়ন মণি ;
বুকেরও কলিজা।
কন্ঠ তাহার মধুর বীণা –
কহে’ন তিনি যা!
তাহার আঁচলে আমার ঠাঁই –
এমনি শান্তি কোথাও নাই।
ভাবিতে মোর পরান জোড়ায় ;
এমন স্নেহ কোনখানে পাই,হাই!
বিপদে তিনি বারণ আমার –
সময় রয়’না অ’সময়ে থামার।
সুখ যে তিনি, দোয়া’র সাগর-
জীবন নদী সাফল্য জোয়ার।
রৌদ্রময় দিনগুলোতে –
জীবন পথে ছায়া আমার।
খোঁজ খবরে সবার আগে –
বাগান ফুলের কথার বাহার।
জগতে কে-বা আছে বলো –
জননীর মতো একটি আর।