কলমে:- কামরুন নেসা লাভলী
মাগো কতদিন তোমার ছোঁয়া
সেই হারমোনিয়ামটাতে
ইমন রাগ তুলিনা
মাগো তোমার দেয়া সেই
তানপুরাটা এখন ছেঁড়া তাঁরে
ধুলোর সাথে কথা কয়
কতদিন হয়ে গেছে দেখিনি
তোমার দেয়া হাতে বোনা
ভালোবাসায় লেখা " মা " রুমালটা
এখন দামী আলমিরাতে বন্ধী
মাগো ইট পাথরে বোনা শহরে
সোঁদা মাটির গন্ধটুকুর স্বাদ পাই না
কতদিন মেঘে ঢাকা আকাশে
পূনিমার চাঁদ দেখিনি
মাগো কতদিন তোমার হাতের
বর্ষার শরষে ইলিশ আার মুড়িঘণ্ট খাইনি
কতদিন আষাঢ়ে বৃষ্টিতে ভিজে
দুষ্টমিতে হয় না আলাপন
মাগো কতদিন তোমার
আদর বুলানো পরশ পাইনি
একটু মাথায় হাত রেখে
পরশ বুলিয়ে দাও না " মা"
মাগো কতদিন তুমি
মিষ্টি করে কপালে চুমু দাওনি
মাগো একটু আদর করে চুমু দাও
মাগো দু ' হাতে আমায় জড়িয়ে ধর
যেনো কেউ আমায় কেড়েঁ না নেয়
মাগো বড় ক্লান্ত আমি
সেই ঘুম পাড়ানি গানটা
একবার শোনাও না " মা "
তোমার কোলে মাথা রেখে
শৈশব ----কৈশোরের স্মৃতি রোমন্থন
করতে করতে
চোখ দিয়ে গড় গড় করে
অশ্রু ঝড়বে ঝড়ুক না কিছু অশ্রু
কতদিন কাঁদতে পারিনি আমি -----
------------------------------------
স্বদেশ সংস্কৃতি সাহিত্য সভায় পঠিত কবিতা।যারা মাকে ছেড়ে আছেন দুর দুরান্তে কিংবা কাছে ও দুরে থেকেও হারিয়েছেন মাকে তাদের জন্যই এই কবিতা।