কলমে: মোঃ রবিউল হাসান
মা তুমি আমার
চোখের মধ্যমণি
সাত রাজার ধন।
মা তুমি আমার বেঁচে থাকার বুঝি একমাত্র অবলম্বন।
তোমায় একপলক দেখার তরে
ছুটি আমি দুচোখ মেলে।
তুমি ই তো স্বপ্ন দেখিয়েছো
দিয়েছো বড় হয়ে বাঁচার আত্মবিশ্বাস।
করেছ আমায় তুমি গঠন
তোমার মতো করে।
আসুক যতই বাধা বিপদ
থেকো সত্যের পথে,
দিয়েছো এমন ভালো আছে যত উপদেশ।
মা তুমি আমার
পরাণের পরাণ
তোমার একপলক না দেখলে
আমি হয়ে যাই বুঝি হয়রান।
খেয়ে না খেয়ে করেছ লালন
দেখিয়েছো মা তুমি এ ধরার মুখ।
মা তুমি আমার জীবন মরণ
মা তুমি আমার বেঁচে থাকার বুঝি একমাত্র অবলম্বন।
মা তোমার তরে আমি দিতে পারি
সাত সাগর পাড়ি
মা তোমার তরে আমার এ জীবন ধরতে পারি বাজি।
ফুল হয়ে মা থেকো আমার
দিও ভুলগুলি ধরিয়ে।