কলমে: মোছা: নাজমুন নাহার খান
সকাল মানে মিষ্টি সূর্য
রোদের আনাগোনা,
সকাল মানে নীল আকাশে
পাখির গান শোনা।
সকাল মানে নতুন করে
বাবার আদর পাওয়া,
সকাল মানে নতুন করে
মায়ের ভালোবাসা পাওয়া।
সকাল মানে জীবন থেকে
একটি দিন কমা,
সকাল মানে জীবন পথে
এগিয়ে চলার তীব্র বাসনা।
সকাল মানে মৃত্যুর দুয়ার থেকে
নতুন দিন পাওয়া,
সকাল মানে নতুন দিনে নতুন করে
আমলের সুযোগ পাওয়া।
সকাল মানে আল্লাহর কাছে
ক্ষমা চাওয়ার পালা,
সকাল মানে আল্লাহর কাছে নতুন দিনে
শুকরিয়া আদায় করা।