মনিরুজ্জামান খান সোহাগ
এসেছি যেই কারণে আমি
দুনিয়ার বাজারে,
পার্থিব মায়ায় সেসব ভুলে
কাঁদছি অকাতরে।
জন্ম থেকেই সহ্য করছি
পাহাড় সমান দুঃখ,
দুঃখ সরাতে কর্মের সাথে
গড়ে তুলেছি সখ্য।
ভুলে গেছি আজ বিধাতার কথা
পৃথিবীতে আসার কারণ,
ভুলে গেছি সব ধর্ম-কথা
মানি না কোনো বারণ।
বিধাতার মুখাপেক্ষী না হওয়াতে
দুঃখ হাজারে হাজার,
যাতনা সইতে পারি না আর
দুর্দশার পাহাড়।
হে বিধাতা, এসব থেকে
দাও আমায় মুক্তি,
তোমার দেয়া জীবন দর্শন
হোক চলার শক্তি।