কলমে: মোঃ আব্দুল রহমান
নীল আকাশের গায়ে ভেসে ভেসে
আজ দুজনে চলেছি হেসে হেসে
আঁকছি হাজার ছবি বসে বসে
মেঘের তরীতে দুজনে ভালোবেসে
চলি আনমনে অকারণে।
আলতো প্রেমের মৃদু উষ্ণ শিহরনে
গোধূলির লালচে আলোর সনে
খুশির জোয়ার দুজনের মনে
সাঁঝের আকাশে জোছনার কোণে
চলি আনমনে অকারণে।
কখনো তারাদের ঝিকিমিকি আলো
আজ দুটি হৃদয়ে লাগে ভালো
মধুর সুরে যে গান শুনালো
অপরূপ জোছনায় আজ মন ভরালো
চলি আনমনে অকারণে।
হারাবে না কভু রূপালী মেঘের তরী
দুজনে দুজনার হাত দুটি ধরি
যদিও আসুক তুফান ভারী
চাই দিতে আজ প্রেমের পথ পাড়ি
চলি আনমনে অকারণে।
ওগো চাইনে ফিরতে দুজনে আর
যৌবনের উষ্ণ সাগরে আবার
মন মেতেছে আজ দুজনার
উষ্ণ প্রস্রবণে মরণ এলেও আবার
চলি আনমনে অকারণে।
সব বাঁধন ছেড়ে ঐ নীল দরিয়ায়
নিষ্পাপ দুটি মন ঐ ডুবে যায়
সাক্ষী চাঁদ ও তারা ভরায়
জোছনার রঙ মেখে বাঁচতে চায়
চলি আনমনে অকারণে।