কলমে: মোঃ আব্দুল রহমান
হেঁটে চলেছি…
মন প্রাণ ব্যাকুল সেই পথে,
ঐ দূরে বন্য প্রকৃতির হাট বসেছে,
মিলনের পথে ডেকেই চলেছে কেবল,
এড়াতে পারিনি সেই বন্য সাজ।
হঠাৎ ফসকে গেল পা…
শরীরে অনুভূত হল কেবল শুষ্কতা,
বালি, কেবল বালি,
একেবারে জন শূন্যতা…!
চিকচিক করছে চারিদিক…
হঠাৎ টের পেল হৃদয়, ইশ, আবার ‘সেই আলেয়া!’
বুঝলাম তবে, পথ হারিয়েছি।
পিছন ফিরে চাইলাম, একা! ভীষণ একা!
ফিরতে চাইলাম…
হলো না ফেরা, আটকে পড়েছি চোরাবালিতে।
হাত দুটো বাড়ালাম…
উচ্চস্বরে চেঁচিয়ে বললাম, বাঁচাও! বাঁচাও!
কেউ নেই, চারিপাশে কেউ নেই।
অন্ধ, মূক ও বধির মানবের তরঙ্গ ভেসে এল,
আটক হয়েছে সবে ঐ পার্থিব মোহে…
সবটাই হারিয়েছে আলো ও চেতনার অস্তালয়ে।
স্তব্ধ বসুন্ধরা! কেবল শুনল…
বললাম, তবে এ কি সেই যাত্রাপথ,
যেথায় তুমি ডাকলে…!