কলমে: স্বপন সরকার
আমি দেখেছি রক্তাক্ত হৃদয়ের গভীর ক্ষতগুলো
আর অসহ্য যন্ত্রণার বোবা কান্না,
কীভাবে ছটপট করে উঠে প্রতিনিয়ত
করেছে ভোগ হৃদয় কাঁপানো যন্ত্রণা।
আহত পাখীর মতো বেঁচে থাকার আকুল প্রাণ
করেছে চেষ্টা অবিরত মন,
শত প্রতিকূলতায় কুরে খাওয়া হৃদয় প্রতিক্ষণ
করেছে বেঁচে থাকার আকুল আবেদন।
কিন্তু পারেনি, হৃদয়ের ক্ষতগুলো অবিরত
শুধু দিয়ে গেছে অসহ্য ব্যথা,
পারেনি এতটুকুও বলতে প্রাণখুলে আর
জমা ছিলো যতো অব্যক্ত সব কথা।
দুমড়ে মুচড়ে যাওয়া পিঞ্জর অবশেষে
ভেঙ্গে দিয়েছে মনোবল,
কষ্টের সীমারেখার মাঝে ঘুরপাক খেয়ে
পারেনি হতে আর সফল।
বিধির বিধান বড়ই বিচিত্র হয়ে
করে আঘাত মানব কূলে,
যাতে দুঃখ যন্ত্রণার কষাঘাতে জর্জরিত প্রাণ
হারিয়ে ফেলে স্বপ্ন সমূলে।