রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:১১ অপরাহ্ন

কবিতা: রক্তের জুলাই

Coder Boss
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৫ Time View

কলমে: মুরাদ হাসান

এই চব্বিশের জুলাইয়ের রক্ত’ঝরা –
করুন ইতিহাস কীভাবে ভুলি!
লালের দাগে রঞ্জিত আজ –
রাস্তা’দেয়ালের চিত্র তুলি।
আমাদের ভাইদের এই বিসর্জন কীভাবে ভুলি!
যেদিকেই হাঁটি পথ ফিরে চাই-
আমাদের ভাই-বোনদের তাজা রক্তের গন্ধ নাকে পাই।
কোনো’খানেই যেন স্নিগ্ধ বাতাস নাই!
আজও আসে কখনো ডাক –
কানে আসে ভেসে,
পানি লাগবে কারো পানি এই ডাকে!
মুগ্ধের মুগ্ধ কন্ঠে আজও সেই পথে যেন কেউ হাসে!
আবার কখনো যেন আবু সাঈদের সাহসী বুক ;
কাঁপে ধরনীর সত্য কূলে ধুকধুক!
কখনো ছোট শিশুর –
ছাদে খেলতে’হেলতে মৃত্যু কান্না ;
হেলিকপ্টারের পশুদের ছুঁড়া মৌমাছির গুঞ্জনে বন্যা!
আজও দেখি দু-আঁখিতে রক্ত লাল-
অন্যায়ীদের চক্রান্তে সে দিনগুলো ছিল রক্তে বেহাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102