প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৮:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৪, ২:১৯ পি.এম
কবিতা: রাঙা — কবি: প্রিয়াংকা নিয়োগী
পলাশের ফাগুনে রমরমিয়ে রক্তিম রঙে রাঙিয়ে,
সুমধুর বাতাবরণের অপেক্ষায় এক কোকিল।
ভোর তির্যক ক্ষণে,
গেয়ে যায় অভ্যাসের নিদারুনতায়।
ক্ষণে ক্ষণে জন্মায় বাস্তব,
উপলব্ধির সীমায় চুবে,
রাঙা হয় মনের অনুভূতি।
এ রাঙায় ভাগ আছে,
সুখ দুঃখ তেতর বিভাগ আছে।
যে রাঙা মেশে তোমায় নিদারুণ উপমায়,
প্রস্ফুটিত হয় তোমার মাঝে,
ব্যক্তিত্বে প্রকাশ পায়।
উপদেষ্টা: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। সম্পাদক ও প্রকাশক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। প্রধান বার্তা সম্পাদক: ফাহমিদা খান উর্মি। অফিসঃ বিপিএল ভবন, আরামবাগ,মতিঝিল,ঢাকা-১০০০, হোয়াটসঅ্যাপ ০১৭১৫-৯০৭২২১ , ইমেইল:ajkaleralo@gmail.com