পলাশের ফাগুনে রমরমিয়ে রক্তিম রঙে রাঙিয়ে,
সুমধুর বাতাবরণের অপেক্ষায় এক কোকিল।
ভোর তির্যক ক্ষণে,
গেয়ে যায় অভ্যাসের নিদারুনতায়।
ক্ষণে ক্ষণে জন্মায় বাস্তব,
উপলব্ধির সীমায় চুবে,
রাঙা হয় মনের অনুভূতি।
এ রাঙায় ভাগ আছে,
সুখ দুঃখ তেতর বিভাগ আছে।
যে রাঙা মেশে তোমায় নিদারুণ উপমায়,
প্রস্ফুটিত হয় তোমার মাঝে,
ব্যক্তিত্বে প্রকাশ পায়।