কলমে: দেবিকা রানী হালদার।
প্রণয় আমায় নাই-বা দিলে
বিরহ দাও শত,
সুখ যদি নাই-বা দিলে
দূঃখ দাও যত!
আদর সোহাগ নাই-বা দিলে
তবু কাছে থেকো,
বটবৃক্ষ হয়ে মাথায়
ছায়া দিয়ে ঢেকো!
মিষ্টি কথা নাই-বা শোনাও
সদা যদি বকো,
পাহাড় হয়ে হেলান দিতে
কাছে কাছে থেকো!
মান-অভিমান যতই করো
ভাঙতে দাসী রাজী,
তালাক দিতে রোজ রোজ
ডেকো না ঘরে কাজী!
সুখের ঘর নাই-বা দিলে
বঞ্চনা দাও রোজ,
শয্যা পেতো যেথায় খুশি
রেখো একটু খোঁজ!