কলমে: এম এ লতিফ
বৃষ্টি ভেজা স্পর্শ সুখে পল্লী বালা
মেঠো পথে কোন সূদুরে হেটে যায়,
দেখতে তারে লাগছে ভারী,
আমি ডাকি তারে বারেবারে
পিছন ফিরে নাহি চায়,
হয়তো সে লজ্জা পেয়ে
আঁড়ালেতে মুখ লুকায়,
আমি দেখি তারে মুগ্ধ হয়ে
রাঙা চরণ মন ভুলায়!
বৃষ্টি ভেজা স্পর্শ সুখে পল্লী বালা
নেচে গেয়ে ফূর্তিতে সে মন হারায়,
কি আনন্দে দোলায়িত চোখ দুটো তার
দৃষ্টি যেন না ফেরায়,
ভুলে গো মন দেখতে তারে
মনটা তাই কাছে চায়,
দিবো কি মন পাবো তারে,
আমি ডাকি তারে বারেবারে
পিছন ফিরে নাহি চায়,
লজ্জাবতী পল্লী বালা
শরমেতে মুচকি হেসে
লজ্জাতে সে আঁড়ালে মুখ লুকায়!