মো সোহাগ মোল্যা (মঈনুল)
লুকায়িত কান্নায় অশ্রু শিক্ত আখিতে
মৃত্যুর যন্ত্রণা পুরুষ রাখছে লুকিয়ে
ভর করা পাহাড় পারে না সইতে
পৃথিবীতো প্রতিষ্ঠিতোর পক্ষে।
গাঁয়ের ঘাম, বাধছে জমাট, পাহাড়ের বেশে
মেঘ, রোদ দেখছে চেয়ে পুরুষের নির্বাক আঁখিতে
বেদনায় কলবর, কাঁধে বইছে দায়িত্ব
প্রতিক্ষণে পুরুষ পেয়ে চলছে মৃত্যুর সাধ।
কাঠফাটা রোদে আগলা পায়ে ছেড়া গেঞ্জি গায়ে
ক্ষুধার্ত পেটে ছুটছে তারা রিক্সা,কামলা,হকারি করতে
কাধে ভর করা দায়িত্ব তাদের পেটে দিতে হবে খাদ্য
বৃদ্ধ বাবা-মায়ের কিনতে হবে পর্থ্য।