কলমে: মহম্মদ মফিজুল ইসলাম
শরতের আগমনে, সুনীল আকাশের মৃদু রাগ,
জলধারার নাচ, শুভ্র মেঘের ছায়ার সাজ।
রৌদ্রছায়ায় ধানক্ষেত, শস্যের উজ্জ্বল খেলা,
সরষের সুগন্ধে মাঠে-মাঠে আনন্দ মেলা।
নদীর সরস্বতী বুকে কুমুদ ফুলের মেলা,
সাদা কাশের বনে বাতাসের স্নিগ্ধ ভেলা।
হিমেল শিশিরে প্রভাতের তৃণ পল্লবীর স্নিগ্ধ রূপ,
জোছনার মোহিনী হাওয়ায় প্রকৃতি যেন চুপ।
বাংলার গ্রামে আনন্দ, উচ্ছ্বাসে জীবন খোলে,
ছুটির ঘণ্টা বাজে, আকাশে মুক্তির স্বর উঠে।
শরতের রঙ্গমঞ্চে ওড়ে এক চিরন্তন পাখি,
বাঙালির হৃদয় পূর্ণ, আনন্দে উল্লাসে থাকি।