কলমে: মোঃ মুরসালিন হক
ভাদ্র আশ্বিন এই দুটি মাস
হয় যে শরৎ কাল,
বৃষ্টির জলে থৈ থৈ করে
নদী নালা খাল।
কি অপরূপ দেখতে লাগে
বিলের দুটি কূল,
ভাসে যখন জলের উপর
রঙিন শাপলা ফুল।
সকাল বেলায় শিশির ভেজা
শিউলি ফুলের ঘ্রাণ,
মিশলে হওয়ায় তার সুগন্ধে
জুড়ায় সবার প্রাণ।
সারা মাঠে যায় যে দেখা
সবুজ কচি ধান,
দুঃখ কষ্টের শেষ থাকে না
আসলে রাক্ষস বান।
আকাশ দিয়ে উড়ে বেড়ায়
বক শালিকের দল,
ঘাসের ডগায় চোখে পড়ে
শিশির বিন্দুর জল।