কলমে: এম, আলমগীর হোসেন
চিরচেনা শিশির কণা মাঠের চারিদিক,
প্রভাত বেলায় সোনার আলোয় হাসছে ঝিকিমিক।
ধানের শীষে দোয়েল শিষে বাড়ায় মনোরথ,
একে বেঁকে ছুটে চলা পল্লী মেঠো পথ।
সবুজ সতেজ মুক্ত বায়ু জানায় নিমন্ত্রণ,
সকাল সাজে শরৎ মাঝে হারাতে চায় মন।
নদীর কূলে যেথায় দোলে শুভ্র কাশের বন,
পারের আশে ঘাটে বসে গল্পে কিছুক্ষণ।
রোদে মেঘে খেলা করে হাসে দশরথ,
হঠাৎ করে বৃষ্টি ঝরে ভেজায় মেঠো পথ।
প্রভাত বেলায় শিউলি তলায় শুভ্রতা দেয় ঢেলে,
শরৎ রবির সোনার আলোয় মুক্তা শিশির জ্বলে।
শরত শোভা আমায় ডাকে চির চেনা সুরে,
ইচ্ছে করে বারে বারে আসে আসি সেথা ঘুরে।