কলমে: ডক্টর মো: বদরুল আলম সোহাগ
**************************
শরৎ কালে আকাশ জুড়ে
সাদা মেঘের ভেলা,
শিউলি ফুটে গাছে গাছে
ফুল পাখিদের মেলা।
এ সময় ভাই অরুণ তাপের
প্রখরতা যায় বেড়ে,
ঘরে ফেরার তাড়া সবার,
বাইরের কাজ সেরে।
বৃষ্টিতে সব ডুবে যায়
মাঠ-ঘাট যায় ভেসে,
জেলের দল ধরে মাছ
স্বস্তির হাসি হেসে।
শরৎ কালে মাঠে মাঠে
কাশ ফুলের মেলা,
সবাই মিলে আয়োজন করে
নৌকা বাইচ খেলা।
ছোট বড় সবাই মিলে
নৌকা বাইচ দেখতে যায়,
বাদ্য-বাজনা বাহারী পোশাকে
অনেক মজা পায়।