শরতের ওই স্নিগ্ধ নীলাকাশে,
সাদা সাদা মেঘের ভেলা ভাসে
সারাবেলা,
লাল শাপলাতে দীঘিটা যায় ভরে,
বসে তখন ছোট্ট নদীর চরে
কাশের মেলা।
ঘাসের ডগায় শিশির বিন্দু জমে,
আস্তে আস্তে উষ্ণতা যায় কমে
শিউলি ফোটে,
দখিন হাওয়া দোলা জাগায় মনে,
মধুর লোভে অলি ফুলের বনে
ত্রস্ত ছোটে।
কৃষক আঁকে স্বপ্ন বুকের মাঝে,
নতুন রূপে প্রকৃতিটা সাজে
ফুলে-ফলে,
রৌদ্র ওঠে তাই বৃষ্টি যায় থেমে,
সাদা বক তার শিকার খুঁজে নেমে
হাঁটুজলে।