কবি একরামুল হক দীপু
মাথার উপর হাওয়ায় ভাসছে সাদা মেঘের পাল
গাছে গাছে ঝুলে আছে মিষ্টি স্বাদের তাল।
শুচি শুভ্র ঢেউ খেলে যায় কাশ বনে আজ
প্রকৃতি আজ ভীষণ ব্যস্ত সাজতে নানা সাজ।
কচি সবুজ ঘাসের ডগায় শিশির ভেজা মুক্তা
শরৎ কালের চিতল মাছের ভীষণ মজা কোপ্তা।
নীল আকাশে ভাসে যখন সাদা মেঘের ভেলা
বন বাদারে বাগান জুড়ে নানা ফুলের মেলা।
ঝিঙে ফুলের লতায় বসে কুটুম পাখি গায়
পাখির গানে মন এই সময় উদাস হয়ে যায়।
মিষ্টি রোদের বিকেল বেলা উৎসবের আমেজ
ঢাকের বাদ্যে বেগুন ঢালে টুনটুনি নাচায় লেজ।
নদীর পাড়ে রাখাল বাজায় উদাস বাঁশির সুর
পরিযায়ী পাখির দল উড়ে যায় যে বহুদুর।
শরৎ ঘ্রানে দিশেহারা হালকা হালকা কুয়াশা
মনে জাগায় উৎসবের রঙ কেটে যায় সব ধুয়াশা।