কলমে: মোঃ জাবেদুল ইসলাম:
শিক্ষা মানে ফল চাওয়া নয়,
শিক্ষা- ফলাতে চাওয়া।
শিক্ষা লাভে তুমি তোমাকে,
সুন্দর ও বিকশিত হওয়া।
শিক্ষা মানে তোমার জীবনের
সুপ্ত প্রতিভাকে বিকশিত করা।
শিক্ষা মানে স্মার্ট আর,
অধিক চরিত্রবান হওয়া।
শিক্ষা মানে জীবন সুবাস,
গোলাপের বাগান হওয়া।
শিক্ষা মানে কাঁটা নয়।
মানুষের কল্যাণে এগিয়ে যাওয়া।
শিক্ষা মানে অনাচার নয়,
আর নয় কোন ব্যবিচার।
শিক্ষা মানে কুসংস্কার নয়,
নয় কোন আর অবিচার।
কবি: মোঃ জাবেদুল ইসলাম
——————–
রমনীগঞ্জ, বড়খাতা, হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।