কবি- কামাল মাহমুদ জয়
শীতের হাওয়া লাগলো গায়ে,
কম্বল নিয়ে বসি পায়ে।
গরম চায়ের কাপটা হাতে,
মনে হলো শীত তো আসে!
হিমেল হাওয়া, ঠান্ডা দিন,
খেজুর রসের মিষ্টি বিন।
কাঁপছে সবাই, দাঁত কিড়ে,
গরম খাবার চাই রে বাপ রে!
গায়ের চাদর, মাথায় টুপি,
নাকে লেগেছে শীতের কুপি।
রোদ দেখে সবাই বেরোয় বাইরে,
কিন্তু ঠান্ডা, ও মা, মরে যাই রে!
পিঠে, পুলি, নলেন গুড়,
খেয়েই শুধু মনটা বুঁদ।
শীতের এই হাসির বেলা,
কম্বল ছাড়া চলে না খেলা!