কলমে : এম এ লতিফ
আসবে যেদিন শেষ চিঠি
দিবো না সাড়া তোমার ডাকে
যে তুমি ডেকেছো আমায় প্রিয় নামে,
সেদিন না হয় মুছে দিও
অশ্রু জলে আঁখি জল,
পড়বে মনে অনেক বেশি
পারবে না দিতে কোনো ছল,
এইতো জীবন এই পৃথিবী
সঙ্গী ছাড়া হবো আমি,
ফিরবো না আর পিছু ডাকে
মিথ্যে জীবন এই পৃথিবী চলাচল!
আসবে যেদিন শেষ চিঠি
থাকবে না আর বাহুবল,
যে তুমি ছিলে প্রিয়
হয়তো সেদিন ফেলবে শুধু অশ্রু জল,
বন্ধন বিহীন এই পৃথিবী
দুদিন পরে সব অচল!
সেই নদী সেই সাগর
সেই আকাশ সেই বাতাস
দেখবো না আর পাহাড় বুকে ঝর্ণার জল,
আসবে যেদিন শেষ চিঠি
জীবনটাই যে চিরতরে হবে অচল!