কলমে: ইয়াশমিন ইসলাম নুর
শৈ'শবটা খুবই সুন্দর ছিল,, তখন খেলাটাই জীবন ছিল,, আর এখন জীবনটাই খেলা হয়ে গেছে!
ছিল কত খেলার সাথী
তাদের নিয়ে বিকেলে কত
গোল্লাছুট, খানামাছি খেলতাম।
কাল বৈশাখের ঝরে আম কুড়াতাম,
বর্ষায় কাদাঁ মাখা শরীরে সাতার কাটিতাম।
কত আনন্দের অনুভূতি
শৈশবের স্মৃতি।
আনমনে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াতাম,
পাখির ডাকে কুহু কুহু সাড়া দিতাম।
মায়ের বকুনি খেতে খেতে
আাবার ছুটোছুটি, কত দুষ্টুমি।
আসিত শীতের ঋতু কুয়াশাজড়ানো সকালবেলা
চুলোর পাশে বসে মায়ের হাতের সেই পিঠার স্বাদ আাহ্!
বর্ষায় বারান্দায় মায়ের মুখে,
সেই পাতালপুরীর গল্প।
সব আজ শৈশবের স্মৃতি।
যদি আসে কোনোদিন চাওয়ার সুযোগ,
চেয়ে নিব সেই ছোটবেলার শৈশব।