কলমে: আনোয়ারুল কবির বাবলু।
মেঘের পরে মেঘ জমেছে, শ্রাবণ মেঘের আকাশে
ঝরছে বারি চারিদিকে,উদাস মন উড়ছে ভারি বাতাসে।
একলা মনে ভাবছি বসে, ভিজব নাকি বৃষ্টিতে
আমার যদি হতে তুমি, আগলে রাখতাম বুকের মাঝে, দেখতাম হৃদয় দৃষ্টিতে।
পাহাড় ঘেঁষে মেঘের ভেলা উড়ছে প্রেমের বন্ধনে
থাকতে যদি আমার সাথে ঘুরতাম দুজন শ্রাবণ মেঘের কাননে।
নিঝুম রাতে টাপুর টুপুর বৃষ্টি ঝরে গান শুনিয়ে যায়
স্বপ্নে বিভোর ঘুমের ঘরে নাচছে পরী আলতা রাঙা পায়।
কলা গাছের ভেলায় চড়ে ভাসবো ঢেউয়ের তালে
কাটবো সাঁতার তোমায় নিয়ে আপন নদীর জলে।
ভিজা শাড়ির আঁচল দিয়ে মুছে দিব ভালোবাসার ঘাম
সাগর সেঁচা মানিক আমার, তারচেয়ে বেশি দাম।
ঝর্ণা পাহাড় এনে দিব তুমি যদি চাও
মেঘের আকাশ এনে দিব তুমি যদি সুখ পাও।
মাথার বেণী ধুয়ে দিব কৃষ্ণ জলে তুমি আমার হলে
বুকের মধ্যে আগলে রাখবো সারা জীবন সকল কিছু ভুলে।