কলমে: মোঃ আব্দুল রহমান
শ্রাবণের বাদল ধারায় এলে
হয়ে তৃষ্ণার বর্ষাতি,
জলের স্পর্শে মাতাল যে মন
তুমি নয়নের জ্যোতি।
নেই প্রয়োজন আজ কিছুই
ভাসি জলে বাতাসে,
ঝিরিঝিরি ধারায় প্রেম ডাকে
ঐ রংধনু আকাশে।
স্বপ্ন যত ছিল আঁকা এই হৃদে
মেলে আজ ইচ্ছেডানা,
শ্রাবণের ধারায় উড়ে যেতে ঐ
সুদূর গগনে নেই মানা।
ঝিরিঝিরি বর্ষণে ভেজা দুটি মন
আজ লাগে যে আগুন,
ফাগুনের মেঘ ডাকে দুটি হৃদয়ে
বিরহে পোড়ে যৌবন।
এমন সুখের মুহূর্তে ভেসে আজ
খেলি উষ্ণ প্রেমের খেলা,
শ্রাবণের ধারায় চির অটুট থাকুক
উষ্ণ বর্ষণে এ মেলা।
প্রেমের আঙিনায় উঠল ঢেউসাগর
ঐ সকল সীমানা পেরিয়ে,
ওগো শ্রাবণের ধারায় আজ দুজনে
প্রেম যমুনায় গেলাম হারিয়ে!