জন্মিলো এক মরুর বুকে
ফুটলো যেন ফুল
পাপাচারের সেই লিপ্ত শহর
আঁধার হলো দূর।
দ্বীনের দাওয়াত দিতে নবী
ঝড়লো কত রক্ত
কি ভালোবাসা দেখাইলেন তিনি
হইলেন অনেক ভক্ত।
কত জ্বালা সহ্য করে
দ্বীনের কথা বলেন
মাতৃভূমি ছেড়ে তিনি
মদিনাতে গেলেন।
মারহাবা ইয়া মোস্তফা বলে
আলিঙ্গন করল তার
দোজাহানের বাদশা তিনি
নবী সারোয়ার।
পথ হারা যত বান্দা ছিল
যার ডাকে দিলো সাড়া
এক আল্লার কথা বলতেন
শুনতো মন দিয়ে তারা।
একে একে দ্বীনের দাওয়াত
দিয়ে গেলেন যিনি
যে মানিবে কোরআনের বাণী
সফল হবেন তিনি।
নবী মোদের বিদায় নিলেন
কাঁদিয়ে এই ধরা
তাহার পথ অনুসরণ করে
আজও সেই মমিনেরা।
আমার নবী সবার শ্রেষ্ঠ
তার তুলনা নাই
মানবতার বাণী ছড়িয়ে দিলেন
গোটা এই দুনিয়ায়।