প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৮:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৪, ৮:৩১ এ.এম
কবিতা: সংসার
কলমে: আশফিকা আঁখি
হাঁড়িতে, বাটিতে ঠোকাঠুকি হয়
থাকে যখন একসাথে
তোমাতে আমাতে ভীষণ কলহ
অশান্তি হয় মাঝরাতে।
তবু দিনশেষে ফিরে আসি রোজ
টোনাটুনির সংসারে
দূরে থাকা ভাল্লাগে না
তোমার জন্য মন পোড়ে।
রাগলে তোমায় বিশ্রী দেখায়
হাসো যখন মন খুলে
মান অভিমান দূর হয়ে যায়
সকল কিছু যাই ভুলে।
সম্পাদক মুহাম্মদ আতা উল্লাহ খান। প্রকাশক আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। প্রধান কার্যালয়: ৭৮/৩, কাকরাইল ভিআইপি রোড, সেগুনবাগিচা ঢাকা- ১০০০, ০১৭১৫-৯০৭২২১ হোয়াটসঅ্যাপ, ইমেইল:ajkaleralo@gmail.com