মনিরুজ্জামান খান সোহাগ
বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে
মিথ্যে কথার ঢেউ,
সত্য সে তো অবাঞ্চিত আজ
ধার ধারে না কেউ!
মিথ্যে কথার ফায়দা অনেক
আনে অসৎ জয়,
সত্য কথা কখনো কখনো বা
নিশ্চিত করে ক্ষয়।
সত্য কখনো কাউকে কাউকে
হারিয়ে দেয় রে ভাই,
মিথ্যে কথার ফায়দা বেশি
হারার ভয় নাই।
সমস্যা কেবল একটি জায়গায়
শেষ বিচারের দিন,
সত্য পাবে ক্ষমা প্রভুর
শুধিবে না মিথ্যের ঋণ।
সত্য-প্রেমীকে মহান প্রভু
দান করিবে জান্নাত,
মিথ্যে-প্রেমীর জাহান্নামে বাস
বিসর্জিত সব আহ্লাদ!
লেখক পরিচিতি :
নাম - মনিরুজ্জামান খান সোহাগ (প্রকৃত নাম : মোঃ মনিরুজ্জামান)
পরিচয় - শিক্ষক, কবি ও প্রাবন্ধিক (সহকারী শিক্ষক, শালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজিপুর, সিরাজগঞ্জ)
স্থায়ী ঠিকানা - গ্রামঃ রৌহাবাড়ী, ডাকঘরঃ সোনামুখী হাট, উপজেলাঃ কাজিপুর, জেলাঃ সিরাজগঞ্জ
মোবাইল : ০১৭৬৮-৮৭৮৪৪১
ইমেইল : monir.shohag120807@gmail.com