কবি: মো: সিয়াম মাহমুদ
আকাশ পাতাল গ্রহ তারা সবই তোমার দান
এই পৃথিবীর সকল প্রানির তুমিই দিলে প্রান
এই সাগরের যত পানি
সবই তোমার মেহের বাণি
একটি সূর্য দেয় আলো
মুছে যায় এ চরাচরের সব কালো
সবই তোমার মেহের বানী
কত তাঁরা আছে ওগো তোমার মহাকাশে
আর ও কত গ্রঁহ নক্ষঁত্র আছে তারি পাশে
তুমিই পূরন কর মোদের ইচ্ছে আছে যত
অন্যোর কাছে নয় তোমার কাছে হই নত
সবই তোমার মেহের বানী
কত নবী রাসুল পাঠালে তুমি দেখাতে আলোর পথ
তাদের দেখানো পথে চলে আজ সমাজ হয়েছে সৎ
সবই তোমার মেহের বানী
মসজিদে নামাজ পড়ে হয়ে সবাই এক
প্রতিদিনে কামাই করি হাজার হাজার নেক
সবই তোমার মেহের বানী।