--------‐--------------------------
কলমে:- মহম্মদ মফিজুল ইসলাম
মানুষ হয়েও যাদের মেরুদন্ড সোজা নেই
তাদের সাথে চলতে নেই।
তাদের ভন্ডামিতে ভুলতে নেই,
অন্যায় আপোষ করতে নেই।
ভোটের আগে নেতা-নেত্রীর গালভরা ভাষণ
আর মিথ্যা প্রতিশ্রুতিতে ভুলতে নেই।
ভিক্ষা-ভাতা আর ভর্তুকির লোভে
সবার সব মিটিং-এ যেতে নেই।
নিজের স্বার্থ পূরণে মগ্ন যারা
তাদের সাথেও মিশতে নেই ।
জেনে বুঝে ঠেকে শিখে
অন্ধ বিশ্বাসে বারবার ঠকতে নেই।
ভোটে ছাপ্পা? রিগিং? বুথ দখল?
আরে ও সব দেখেও দেখতে নেই।
ভেতরে যা ঘটে ঘটুক, বাইরে এসে
কারও সাথে ওসব বলতে নেই।
ছাপার অক্ষরে খবর-চাপা গোদি-মিডিয়ার
পদলেহনের কোনও জবাব নেই।
বিজনেস পলিসিতে ভরা
খবরের কাগজের সব খবর পড়তে নেই।
ন্যায় চাইলেই গড়িমসি, প্রহসন!
আঠারো মাসে বছর সেই।
ওদিকে তারিখ পে তারিখ।
কারও কোনও আস্থা নেই।
সাজার নামে সাজানো চিত্রনাট্য
এতে কারও বিশ্বাস নেই।
একা তুমি, দুর্বল তুমি।
অসম লড়াই লড়তে নেই।
কোথাও নীতি-নৈতিকতার বালাই নেই।
দুর্নীতি, স্বজনপোষণ এখন সবেতেই
বোকাবাক্স নামক টিভিতে টক শো?
ওখানেও ওসব টক-কথা নাকি বলতে নেই।
বিপদে পাশে দাঁড়ানো বন্ধুই আসল বন্ধু
তার কোনও জবাব নেই।
কানপাতলা বন্ধু যারা, তাদের সাথেও
সব কথা বলতে নেই।
=================
লেখক:-
মহম্মদ মফিজুল ইসলাম
ভাঙড়, দক্ষিণ ২৪ পরগণা
পশ্চিমবঙ্গ, ভারত