কলমে: চন্দনা রাণী
সুসময়ে মুখের বাণী হিন্দু -মুসলিম, ভাই -ভাই,
দেশে দ্বন্দ্ব শুরু হলে হিন্দুদের উপর অত্যাচার বেশি,, মুসলিমদের উপর কেন নাই?
হিন্দুরা কি নয় জনগণ বাংলাদেশের?
কোন কিছুতেই হিন্দুদের উপর অত্যাচার কিসের?
এইনা হল সভ্য দেশের সুশিক্ষিত জাতি,
কলম ছেড়ে হাতে নিয়েছে যুদ্ধ করার লাঠি।
ঘরে ঘরে জ্বালায় আগুন ভাঙ্গে ঠাকুর ঘর,
স্বাধীনতার তরে যুদ্ধ করেও হিন্দুরা এখন পর!
সোনার দেশকে স্বাধীন করেছিল কি একাই মুসলিম জাতি?
হিন্দুরা কি মানুষ নয় মুসলিমরাই আলেম খাটি?
কোথায় তাদের নৈতিকতা কোথায় ইমান ধর্ম,
সৃষ্টিকর্তা কি অত্যাচার করার তাদেরই দিয়েছে কর্ম?
বিনা দোষে হিন্দুরা কেন সইবে অত্যাচার,
একবার নয় দুবার নয় চলছে বারবার।
হুমকি শুধু হিন্দুদের উপর আর লুটপাট করার ধান্দা,
আমরাও মানুষ আছে হুঁশ আমরাও ঈশ্বরের বান্দা!
থাকবোনা চুপ করবো প্রতিবাদ সইবনা এত অত্যাচার,.
প্রভুর প্রতি ভরসা করে আমরাও হয়েছি সোচ্চার!
করোনা অবহেলা, তাচ্ছিল্য হিন্দু বলে ভেবনা দূর্বল!
রক্ত মাংসে সবাই গড়া
আমাদেরও গায়ে আছে বল!
করোনা বৈষম্য আনো সমতা
সকল ধর্মের প্রতি,
হিন্দু জাতি বিনা অপরাধে
করেছে কি কারো ক্ষতি?
শান্ত শিষ্ট মানুষ আমরা ধর্মকে বিশ্বাস করে,
এ যুগে নয় সে যুগে নয় যুগ যুগ ধরে।
সকল ধর্মের মানুষের প্রতি সর্বদাই সম্মান করি,
আমি সনাতনী আজ অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের কলম ধরি।
জানতে চাই আমি তোমাদের কাছে
কী অন্যায় সনাতনীর ?
কী তোমাদের ক্ষোভের কারণ বল যোদ্ধা বীর?
দেশের দ্বন্দ্বে হিন্দুরাই শুধু সব দোষের ভাগীদার,,
স্বাধীন দেশে কি হিন্দুদের বেঁচে থাকার নাই অধিকার?
সনাতনী মোরা ঈশ্বর জ্ঞানে সব মানুষকে দেই মূল্য,
মনুষ্য ধর্মই প্রকৃত ধর্ম এর নাই কোন তুল্য।
দিনে দিনে এই ভাবে সৃষ্টি করনা অশান্তি,
সকল ধর্মের প্রতি সমতা রেখে ফিরিয়ে দাও শান্তি।
সবার গায়েই লাল রক্ত মাংস কোন পার্থক্য নাই?
ভেদাভেদ সব ভুলে সবাই সাম্যের গান গাই।
হিন্দু - মুসলিম ভেদাভেদ ভুলি
ন্যায়ে কলম হাতে ধরি।