কলমে: জাকির আলম।
অরাজক পৃথিবীর সমুদয় সৌন্দর্য তোকে ঘিরে।
তৃষ্ণার্ত নয়নে পথে-প্রান্তরে যতোবার তোকে দেখেছি,
ততোবার ডুবে গেছি আচ্ছন্নতার মায়াজালে।
উৎকর্ষ হাসির নান্দনিক ফোয়ারার আচ্ছাদনে
জয় করেছিস পুংলিঙ্গের ব্যাঘ্র চেতন।
উপচানো বুকের যুগল মাইয়ের আকর্ষণে
মাথা খেয়েছিস বিদ্রোহী সৈনিকের।
পাগলা গারদে থাকা ছেলেটি তোর প্রেমে পড়ে,
না পাওয়ার কষ্টে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে।
জেল বন্দি ছেলেটিও তোকে পাওয়ার আশায়
খুন করেছে তার প্রতিদ্বন্দ্বী জোয়ানকে।
বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রটি তোর রূপের নেশায়
লেখাপড়ায় আজ বড্ড ফাঁকিবাজ।
মেডিকেলে পড়ুয়া যে ছেলেটির ডাক্তার হওয়ার কথা ছিলো,
সে আজ রিক্সা চালায় শহরের অলিগলিতে।
যে ছেলেটি তোকে নিয়ে কবিতা লিখে
নিজেকে কবি হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলো,
সে আজ অবহেলিত সমাজের কাছে।
পাড়া-প্রতিবেশী যে ছেলেটি তোকে গভীর চিত্তে ভালোবাসতো,
সে আজ বিরহে কাতর না পাওয়ার বদৌলতে।
বন্ধু লিস্টে থাকা যে ছেলেদের সাথে অগত্যা সময় কাটিয়েছিস,
একটা সময় পর তারাও তোর প্রেমে পড়েছিলো।
অথচ সে সবে তোর কোনো দায়বদ্ধতা নেই !