কলমে: জাকির আলম।
এখনো তোর উষ্ণঠোঁটের সমবেদী চুমুগুলো
জিইয়ে রেখেছি আগমনী বসন্তের সিংহদ্বার।
এখনো ভালোবাসি তাই ফিরে পেতে চাই ;
তোর স্বপ্নে বিভোর আমি সদা নির্বিকার।
এখনো তোর উদম শরীরের ঘন নিঃশ্বাসের শব্দগুলো
ঝড় তোলে পৌরুষদীপ্ত ব্যাঘ্রতার সমাঙ্গ জুড়ে।
এখনো তোকে পাওয়ার প্রত্যাশায় জেগে থাকি
বিমূর্ত রাতের মোলাকাতে নিসর্গের মোহনীয় সুরে।
এখনো তোর কামুক দৃষ্টির অনিমেষ চাহনিগুলো
কাছে টানে হামেশা কঠিন সুখের অভিপ্রায়।
এখনো ভালোবাসার ডালি সাজিয়ে নিমগ্ন চিত্তে
দাঁড়িয়ে আছি পথের বাঁকে অনাশ্রিত রিক্ততায়।
এখনো তোর সাথে কাটানো ক্ষণকালের মুহূর্তগুলো
নাড়া দেয় প্রাণের ভিতর চরম সুখের মোহে।
এখনো তোর সুবাসিত দেহের চর্চিত গন্ধ শুঁকে
অন্তর্ধানে মিলিয়ে যাই সমবেত অসঙ্গতির দ্রোহে।