কলমে – মাহফুজা রহমান
সময়ের জয়
বরাবরি হয়,
আর অপচয়
পরাজিত রয়!
সময়ের কাজ
কাল নয় আজ,
বাকিটা অরাজ
বুঝ ধন রাজ!
কালকের কথা
ঘামিওনা মাথা,
বাঁচবে বিনথা
কষ্টতো অযথা!
গরীবেরা মরে
ধনীরা আঁকড়ে,
খেতে দাও তারে
সে’যে অনাহারে!
তুমিও বুঝবে
সময় খুঁজবে,
তা আর মিলবে
বেলা গেলে ডুবে!
থাকতে সময়
বাকি রেখে নয়,
হিসাব কষায়
মিলাও সদয়!
দুটি কথা ফের
হয়ে যায় পর,
জানে দু এগার
ঘর নড়বড়!
সঠিক সময়ে
নিলে তা বিনয়ে,
রইতো কি ভয়ে
হাসিতো বিজয়ে!