কলমে: ইয়াকুব আলী তুহিন
মুহূর্তগুলো থামে না যায় না ধরা,
পালক ঝরে বাতাসে জীবনের ধারা।
আজ যে সময় কাল তা স্মৃতি,
ক্ষয়ের পথে থাকবে চিরদিনের গতি।
তুমি কি দেখেছো সূর্যের ডুবে যাওয়া?
রঙে রঙে মিশে যাওয়া বিকেলের ছায়া?
কিছুক্ষণ আগেও ছিল যে আলো,
এখন তা শুধুই অন্ধকারের পালা।
যে ক্ষণটি চলে যায় ফেরে না আর,
ফিরে তাকালে থাকে শুধু স্মৃতির ভার।
স্বপ্নেরা জাগে তবু সময়ের পথ,
বিষণ্ণতার ছায়ায় লুকায় চির সত্য।
সময় চায় না কারো অপেক্ষা,
সে তো চলে তার নিজস্ব গতিতে।
পথে হারায় যারা সময়ের বাঁকে,
অবশেষে পড়ে তারা জীবনের ফাঁকে।
তবুও যদি শিখি আমরা থামতে,
প্রতিটি মুহূর্তে খুঁজতে পূর্ণতা,
তবে হয়তো এই জীবনের সবটুকু স্বাদ
পেতে পারি সময়ের শুদ্ধতায়।
এই তো জীবন—পালিয়ে যাওয়া জল,
ধরতে গেলে ফাঁকি দেয় প্রতিটি কোল।
তবু যা ধরা যায় সেই এখন,
তাই সময়কে বোঝো—এটাই জীবন!