কলমে: দেবিকা রানী হালদার।
সময়ের নিষ্ঠুরতার আচড়ে বদলে দেয় সব
থেমে যায় কাননের পাখির কলরব!
ভালোবাসার মানুষটার চশমা হয়ে যায় ঘোলা
হাজার বিগত স্মৃতি উঁকি দেয় যায় না যা ভোলা!
প্রিয় মানুষটার আকর্ষণ ভালো বাসার কুড়ি
সময় ফিকে করে দিলো হয়ে গেলাম বুড়ি,
কুঁচকান অবয়ব ম্লান হওয়া আশা
মরিচা ধরেছে স্নেহ শ্রদ্ধা পাগল করা ভালোবাসা!
গড়ালে সময় হিজিবিজি দাগ কাটে, জীবন খাতায়
সব মুছে যায়, মোছে না জীবন কর্ম স্মৃতির পাতায়!
জীবন খুটিনাটি এক ভারাক্রান্ত বোঝা
জীবন গোধূলিতে বহন করা নয় সোজা!
স্বার্থান্বেষী লোকগুলো পালায় জীবন থেকে
জীবনের চলার পথ শুরু হয় এঁকেবেঁকে !